আইরিশ ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার মায়েভ বিনচি ৭২ বছর বয়সে গত সোমবার ডাবলিন হাসপাতালে মারা গেছেন। আইরিশ সংবাদ মাধ্যম আরটিই এ কথা জানিয়েছে। এএফপি, বিবিসি।

তিনি ১৯৪০ সালে ডাবলিনে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি ছিলেন শিক্ষিকা, পরে সাংবাদিকতা শুরু করেন। একপর্যায়ে এই পেশাও ছেড়ে দেন। ‘সার্কেল অব ফ্রেন্ডস’ উপন্যাসের জন্য খ্যাত বিনচির বই ৪ কোটি কপিরও বেশি বিক্রির রেকর্ড রয়েছে। তার লেখা বই বিশ্বের ৩৭টি ভাষায় অনূদিত হয়েছে। বিনচির লেখায় আইরিশ জীবনধারার প্রতিফলন রয়েছে। এ ছাড়া আকস্মিক সমাপ্তি তার গল্প বা উপন্যাসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যা পাঠককে আকৃষ্ট করেছে বিপুলভাবে।

সম্প্রতি তিনি তার ওয়েবসাইটে অসুস্থতার কথা জানিয়ে বলেন, ‘আমার শরীর ভালো যাচ্ছে না। আমি লোকজনের সঙ্গে দেখা করতে পারছি না, যা সাধারণত আমি করে থাকি। তবে পাঠকদের সাড়া আমাকে আনন্দ দিচ্ছে।’ ‘সার্কেল অব ফ্রেন্ডস’ প্রকাশিত হয় ১৯৯০ সালে। ১৯৯৫ সালে এটিকে চলচ্চিত্রে রূপ দিলে তা তুমুল জনপ্রিয়তা পায়। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস-‘দ্য কপার বিচ’, ‘ইভিনিং ক্লাস’ ও ‘হার্ট অ্যান্ড সোল’।