ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত গজল গায়ক জগজিৎ সিংয়ের অবস্থা আশঙ্কাজনক। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এখন তিনি হাসপাতালে ভর্তি আছেন।
৭০ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরেই উচ্চরক্তচাপে ভুগছিলেন। লীলাবতী হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অজিত মেনন জগজিৎ সিংয়ের চিকিৎসার তত্ত্বাবধান করছেন।
তার কণ্ঠে ‘আজ কিছু হতে চলেছে’, ‘বেদনা মধুর হয়ে যায়’, ‘বেশি কিছু আশা করা ভুল’, ‘নদীতে তুফান এলে’, ‘তোমার চুল বাঁধা দেখতে দেখতে’র মতো মিষ্টি সুরের বাংলা গানগুলোও ভক্তমনে এক বিশেষ স্থান দখল করে আছে। শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে আরেক প্রখ্যাত শিল্পী ওস্তাদ গুলাম আলীর সঙ্গে এক মঞ্চে গজল পরিবেশন করার কথা ছিল জগজিৎ সিংয়ের।
![](https://www.bnn24.com/wp-content/uploads/2022/11/Jagjit-Singh.jpg)