বাংলাভিশনের চার সংবাদকর্মীকে পিটিয়ে আহত করেছে র্যাব। চ্যানেলটির সম্প্রচার বিভাগের প্রকৌশলী হাসানুল ইসলাম রায়হানকে র্যাবের গাড়িতে আটকে দেড় ঘণ্টাব্যাপী নির্যাতন করা হয়।গতকাল সোমবার বিকেলে রাজধানীর কাঁঠালবাগান এলাকার নূর টাওয়ারের বাংলাভিশন কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন সংবাদকর্মী জানান, সোমবার বিকেলে অফিসে আসার সময় বাসে বাংলাভিশনের ভিডিও এডিটর নাসিরের সঙ্গে ইউনাইটেড লিজিং নামে একটি প্রতিষ্ঠানের এক কর্মীর বাগবিত া হয়। দুটি প্রতিষ্ঠানের কার্যালয় নূর টাওয়ারে। সেখানে উপস্থিত হয়ে তারা দু’জন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিকেল পৌনে ৫টায় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনদের মধ্যস্থতায় বিষয়টির সুরাহা হয়। এরপর র্যাবের একটি গাড়ি নূর টাওয়ারের সামনে আসে। তখন টাওয়ার সংলগ্ন চায়ের দোকানে চা পান করছিলেন বাংলাভিশনের কয়েকজন কর্মী।তুচ্ছ ঘটনায় র্যাবের আগমন নিয়ে মন্তব্য করায় বাংলাভিশনের সম্প্রচার প্রকৌশলী হাসানুল ইসলাম রায়হানকে চড় মারেন এক র্যাব সদস্য। এ সময় অন্যরা এগিয়ে এসে বিষয়টি থামানোর চেষ্টা করেন। কিন্তু ওই র্যাব সদস্যরা রায়হানকে মারতে মারতে গাড়িতে তোলেন। গাড়িটি নূর টাওয়ারের সামনে থেকে চলে গেলেও কয়েকজন র্যাব সদস্য ঘটনাস্থলে থেকে যান।
সহকর্মীকে আটকের খবর শুনে বাংলাভিশনের কর্মীরা একযোগে নিচে নেমে আসেন। এ সময় সেখানে উপস্থিত র্যাব সদস্যদের সঙ্গে তাদের তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে র্যাব সদস্যরা পিস্তল বের করে ফাঁকা গুলি ছোঁড়া শুরু করেন। এতে সেখানে উপস্থিত লোকজন আত্মরক্ষার জন্য দিগ্গি্বদিক দৌড়ে পালান। পরে তারা একত্রিত হয়ে র্যাবের ওপর চড়াও হন। এ সময় র্যাবের দুই সদস্যকে বাংলাভিশন কার্যালয়ের মধ্যে নিয়ে জনতার হামলার হাত থেকে রক্ষা করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। এজন্য আমরা দুঃখিত। যদি কেউ বাড়াবাড়ি করে থাকে বা কারও দোষ থাকে তবে সুষ্ঠু তদন্তের পর আমরা অবশ্যই ব্যবস্থা নেব।