দেশে এবার ২৮ হাজার পূজামণ্ডপে শারদীয় দুর্গোত্সব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় হবে ১৯৬টি। পূজার সময় এসব মণ্ডপের নিরাপত্তায় পুলিশ, ৱ্যাব, আনসার-ভিডিপি মোতায়েন করা হবে। জেলা প্রশাসকরাও স্থানীয়ভাবে নিরাপত্তামূলক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গতকাল স্বরাস্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় আসন্ন দুর্গোত্সবের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা ও কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আ্য্যডভোকেট শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, গত বছর সারাদেশে ২৭ হাজার মণ্ডপে পূজা হয়। এবার সে সংখ্যা বেড়ে ২৮ হাজার হচ্ছে। আগামী ২ অক্টোবর পূজা শুরু হবে। শেষ হবে ৭ অক্টোবর। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পূজায় সবধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসন মণ্ডপ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যেখানে যেমন দরকার হয় সেখানে সেভাবে ব্যবস্থা নেবে। ঢাকায় পানি, বিদ্যুতসহ অন্যান্য ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা ভালো বলেই এবার বেশি পূজা হচ্ছে। তিনি বলেন, পূজা বা ধর্ম যার যার উত্সব সবার।
![](https://www.bnn24.com/wp-content/uploads/2022/11/atm.jpeg)