আসন্ন রমজানে সরবরাহ ঠিক রাখতে কাঁচামরিচ, পিঁয়াজ, রসুন ও বেগুন রফতানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশে কার্যরত সব ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এর আগে ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠণ এফসিসিআইর দাবির পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই এসব পণ্য রফতানি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যমন্ত্রণালয়। যে কোনো পণ্য রফতানিতে যেহেতু ব্যাংকের সহযোগিতা নিতে সে কারণে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিলো।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজান মাসের বাড়তি চাহিদার সাথে সঙ্গতি রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ঠিক রাখতে সরকার কাঁচামরিচ, পিঁয়াজ, রসুন ও বেগুণের রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এসব পণ্য রফতানি বন্ধ থাকবে।