গ্রেফতারকৃত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও জেনারেল ম্যানেজার (জিএম) তুষার আহমেদকে পৃথক ভাবে তিনটি মামলায় আটদিন করে ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৮, ৯ ও ১৭ নম্বর মামলাসহ তাদের ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করে দুদক। তানভীরের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায়ও আরো ১০ দিনসহ তাকে ৪০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তিনটি মামলায় ৮ দিন করে ও অস্ত্র মামলায় ৫ দিনসহ তানভীর মাহমুদের ২৯ দিন ও তুষার আহমেদের ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উল্লাহর আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদকের ৬ কর্মকর্তা বাদী হয়ে ২৭ জনের নামে রাজধানীর রমনা থানায় ১১টি মামলা দায়ের করেন।