বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করলে অর্থনৈতিক সংকট বাড়বে। এটি বুঝতে পেরেই সরকার আবার বিশ্বব্যাংকের দ্বারস্থ হচ্ছে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘হূদয়ে বাংলাদেশ’ নামের একটি সংগঠন আয়োজিত এক মুক্ত আলোচনা অনুষ্ঠানে হান্নান শাহ এ কথা বলেন।
আলোচনায় বিএনপির এই নেতা বলেন, পদ্মা সেতু নির্মাণে বিলম্ব করায় যে ক্ষতি হয়েছে, সরকারকে এর ভার মাথায় নিয়ে জনগণের সামনে দাঁড়াতে হবে।
হান্নান শাহ বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না। আর যদি জোর করে নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে এর ফল হবে ভয়াবহ। এ সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয় উল্লেখ করে তিনি দলীয় নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।