পুঁজিবাজারে টানা দরপতনের কারনে বুধবার সোয়া ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের রাস্তায় নেমে এসে বিক্ষুব্ধ শেয়ার ব্যবসায়ীরা। এক পর্যায়ে তাদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

 মতিঝিল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভ শুরু করেছে শেয়ার ব্যবসায়ীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে তারা বিক্ষোভ করছেন। তারা বিক্ষোভের পাশাপাশি অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগ দাবি করছে।

এর আগে শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ মানববন্ধন করছিল।