বাংলাদেশের বহুল আলোচিত পদ্মা সেতুর বিশ্বব্যাংক কর্তৃক ঋণচুক্তি বাতিলের প্রতিবাদে গত ১১ জুলাই ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের সদর দফতরের সামনে প্রবাসীদেও বিক্ষোভের সাড়া মিলেছে।

১৩ জুলাই শুক্রবার বিক্ষোভের আয়োজক সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করেছে বিশ্বব্যাংকের সাউথ এশিয়ান ডেস্কের ভারত বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি।

শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় বিশ্বব্যাংকের ভারত বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি কামিলা পারিয়াদি এক টেলিফোন বার্তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করেন এবং বলেন, বিশ্বব্যাংক গত ১১ জুলাই বাংলাদেশের বহুমুখী পদ্মাসেতুর ঋণচুক্তি বাতিলের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশ্বব্যাংক কর্তৃপক্ষকে প্রদানকৃত স্মারকলিপি গ্রহণ করেছে এবং আগামী সপ্তাহের যেকোন সময় স্মারকলিপির জবাব দেয়া হবে।