ইউএনডিপি বাংলাদেশকে ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৩০ কোটি টাকা অনুদান দেবে।  শক্তিশালী ও জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে এ অনুদান দেবে।

জানা যায়, প্রকল্পটির অধীনে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলরদের উন্নত প্রশিক্ষণও দেওয়া হবে। তাছাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জনগণের অংশীদারিত্ব বাড়াতে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলায় পরিবীক্ষণ ও মূল্যায়ন কাঠামো প্রণয়ন ছাড়াও উপজেলাগুলোতে রাজস্ব সহায়তা ব্যবস্থার বাস্তবায়ন করা হবে।

 ইউএনডিপির এ অনুদানে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দাতা সংস্থা অর্থের জোগান দেবে। এ বিষয়ে এরই মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইউএনডিপির মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। চলতি মাসে এ অনুদানের চুক্তি সম্পন্ন হতে পারে। ইআরডি সূত্রে এসব তথ্য জানা গেছে।