রোববার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর মিরপুর থেকে সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে মিরপুর হতে গ্রেপ্তার করেছে র্যা ব।
র্যা বের মুখপাত্র কমান্ডার এম সোহায়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
টাকা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে সাতজন হলমার্ক গ্রুপের এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা।
এর আগে তানভীর মাহমুদকে ধরতে গতকাল শনিবার দিবাগত রাত দুইটা থেকে আজ রোববার ভোর ছয়টা পর্যন্ত র্যা বের গোয়েন্দা শাখা ও র্যা ব-৪ এর একটি দল সাভারে হলমার্কের কারখানায় অভিযান চালায়। কিন্তু ওই অভিযানে তাঁকে পাওয়া যায়নি।