অনিয়ন্ত্রিত বাড়িভাড়া নিয়ন্ত্রণে একটি কার্যকর নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছে নাগরিক সংগঠন ‘জনগণের ঢাকা আন্দোলন’।
রাজধানীতে মালিকদের ইচ্ছামতো বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনটি এই দাবি জানায়।
সমাবেশে বক্তারা বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ বাতিল করে নতুন আইন প্রণয়ন করতে হবে। পুরোনো আইনে বাড়ির মোট মূল্যের ১৫ শতাংশ মাসিক ভাড়া নির্ধারণের মতো যেসব অযৌক্তিক ধারা ছিল, তা বাতিল করতে হবে। নতুন ভাড়া কার্যকর করতে প্রতি ওয়ার্ডে ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ সেল’ তৈরি করতে হবে।
সমাবেশে জনগণের ঢাকা আন্দোলনের সমন্বয়ক ম. ইনামুল হক, অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন।