সামনে শুধু ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব। বাকি সবাইকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকার হিসাবে সাকিব এখন দ্বিতীয় স্থানে।
৬৬৪টি ওয়ানডে ম্যাচে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে ছিলেন কপিল। গত মঙ্গলবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া পঞ্চম ও শেষ ওয়ানডেটি দিয়ে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের ৪৩২ ম্যাচ শীর্ষে থাকার কৃতিত্ব স্পর্শ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
বুধবার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০০৯ সালের জানুয়ারিতে সর্বপ্রথম ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন সাকিব। গত বছরের এপ্রিল পর্যন্ত অর্জনটা ধরেও রেখেছিলেন। ওই এপ্রিলেই ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের কাছে শীর্ষস্থানটা হারিয়েছিলেন তিনি।
সেবার শীর্ষে ফিরতে ৭ মাস লেগেছিল তার। যদিও মাত্র ৮টি ম্যাচ খেলেই (জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি) ওয়াটসনকে দ্বিতীয় স্থানে নামিয়ে দেন সাকিব। তবে গত মার্চে আবার ওয়াটসনের কাছেই শীর্ষস্থান হারান তিনি। এবার অবশ্য মাত্র তিন সপ্তাহের অপেক্ষা। এশিয়া কাপের চারটি ম্যাচে দুর্দান্ত খেলে আবার শীর্ষে উঠে যান সাকিব।