আবার বিশ্বের দ্রুততম মানবের সম্মান উসাইন বোল্টের অধিকারে। রোববার ১০০ মিটার স্প্রিন্টে ৯.৬৩ সেকেন্ড সময়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে হারানো ‘মুকুট’ ফিরে পেয়েছেন জ্যামাইকার গতি-সম্রাট।
গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ‘ডিসকোয়ালিফাইড’ হয়ে সম্মানটা স্বদেশী ইয়োহান ব্লেকের কাছে হারিয়েছিলেন তিনি।
চার বছর আগে বেইজিংয়ে ৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে আগের অলিম্পিক রেকর্ডও গড়েছিলেন বোল্ট।
রোববার শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি বোল্টের। শুরুতে পেছন দিকেই ছিলেন। কিন্তু শেষ ৫০ মিটারে সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়েছেন তিনি।
রুপা জেতা ইয়োহান ব্লেক (৯.৭৫ সেকেন্ড) এবং ব্রোঞ্জ জেতা জাস্টিন গ্যাটলিন (৯.৭৯ সেকেন্ড) নিজেদের ব্যক্তিগত সেরা টাইমিং করেও বোল্টকে হারাতে পারেননি।
যদিও সেমিফাইনালে বোল্টের (৯.৮৭) চেয়ে গ্যাটলিন (৯.৮২) ও ব্লেকের (৯.৮৫) টাইমিং ভালো ছিল। কিন্তু শেষ হাসি ‘বজ্র-বোল্ট’-এরই।
রোববার অ্যাথলেটিক্সের অন্য ইভেন্টগুলোর মধ্যে পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজে জিতে কেনিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন ইজিকেল কেম্বোই। ৮ মিনিট ১৮.৫৬ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন এথেন্স অলিম্পিকের সোনা জয়ী কেম্বোই। ৮ মিনিট ১৯.০৮ সেকেন্ড সময় নিয়ে ফ্রান্সের মাহিডাইন মেখিসি-বেনাবাড রুপা ও ৮ মিনিট ১৯.৭৩ সেকেন্ড সময় নিয়ে কেনিয়ার কিপ্রোপ আবেল মুতাই ব্রোঞ্জ জেতেন।
মহিলাদের ৪০০ মিটারে ৪৯.৫৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের সানিয়া রিচার্ড-রস। মৌসুম সেরা ৪৯.৭০ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাজ্যের ক্রিস্টিন ওহোরোগো রুপা ও ৪৯.৭২ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের ডি ডি ট্রটার ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের ট্রিপল জাম্পে মৌসুম সেরা ১৪.৯৮ মিটার অতিক্রম করে সোনা জিতেছেন কাজাখস্তানের ওলগা রিপাকোভা। কলম্বিয়ার ক্যাটারিন ইবারগুয়েন রুপা ও ইউক্রেনের ওলহা সালাদুহা ব্রোঞ্জ জিতেছেন এই ইভেন্টে।