অধিনায়ক সালমা খাতুনের নৈপুণ্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের প্রথম জয়।
এর আগে বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়। বুধবার তাদের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ।
ডাবলিনের ক্লনটাফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৯২ রান করে আয়ারল্যান্ড। জবাবে ১৯ ওভার ৫ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খুলার আগেই শুকতারা রহমান ও সানজিদা ইসলামের বিদায়ে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয় নি। তৃতীয় উইকেটে লতা মন্ডলের (২৯) সঙ্গে সালমার ৬৬ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে আসে।
দলীয় ৭১ রানে লতা ও ৮২ রানে সালমার (৪১) বিদায়ের পর আয়ারল্যান্ডের বোলাররা অতিথি ব্যাটসম্যানদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তবে শেষ পর্যন্ত রুমানা আহমেদ (৮), ফারজানা হক (৭*) ও রিতু মনির (৩) ছোট তিন ইনিংসের সুবাদে এক বল অব্যবহৃত রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
ওয়ানডেতেও বাংলাদেশের প্রথম জয় আয়ারল্যান্ডের বিপক্ষে।
১৪ রানে ৩ উইকেট নিয়ে এলেনা টিচ আয়ারল্যান্ডের সেরা বোলার।
এর আগে ১৬ রানের মধ্যে সিসিলিয়া জয়েস (৭) ও এইমার রিচার্ডসন (২) সাজঘরে ফিরে এলে আয়ারল্যান্ড শুরুতেই হোঁচট খায়। তৃতীয় উইকেটে অধিনায়ক ইসোবেল জয়েসের (১৮) সঙ্গে ২৭ ও চতুর্থ উইকেটে কিম গার্থের সঙ্গে ১৮ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে আয়ারল্যান্ডকে ভালো অবস্থানে নিয়ে যান ক্লারে শিলিংটন (৩৪)।
পঞ্চম উইকেটে গার্থ (১৫*) ও লরা ডিলানি (১১*) ২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লেও বাংলাদেশের বোলারদের আঁটোসাটো বোলিং স্বাগতিকদের একশর আগেই থামিয়ে দেয়।
বাংলাদেশের রুমানা (১/১০), সালমা (১/১২) ও জাহানারা আলমের (১/১২) বিপক্ষে রান করতে লড়াই-ই করতে হয়েছে আয়ারল্যান্ডের খেলোয়াড়দের।