২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে ভারত। এর আগে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ৫ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ডকে বিদায় করে দিয়েছে শ্রীলঙ্কা। এই প্রথম ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল এ এশিয়ার দুই দল খেলবে।

টস জিতে ব্যাট করতে নেমে শচীন টেন্ডুলকারের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২৬০ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৩১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। 

সেই সাথে ভারত নিশ্ছিত করল ফাইনাল।