পঞ্চম দিনের খেলা ঘন্টাখানেক বাকি থাকতেই চট্টগ্রাম টেস্ট ড্র ঘোষণা করা হয়েছে। ফল আসার সম্ভাবনা না থাকায় দুই দলের অধিনায়কের মতামত নিয়ে টেস্ট ড্র ঘোষণা করেছেন দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও নাইজেল লং।

বাংলাদেশের দেয়া ২২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১০০ রান। কার্ক এডওয়ার্ডস ২৮ ও ড্যারেন ব্রাভো ২৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে সানি ও সাকিব একটি করে উইকেট নেন।

এদিকে চা-বিরতির সময় ৩ উইকেটে ১১৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তামিম ইকবাল ৩৭,  ইমরুল কায়েস ১৩ ও শাহরিয়ার নাফীস ৫০ রান করে আউট হন। এছাড়া রকিবুল হাসান ১০ ও অধিনায়ক মুশফিকুর রহিম ২ রানে অপরাজিত থাকেন।

এর আগে ইলিয়াস সানি ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংসেই ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।