তিন ব্যাটসম্যানের অর্ধশতকের সুবাদে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ফিল্ডাররা অন্তত তিনটি সুযোগ হাতছাড়া না করলে দিনটি হতে পারতো বাংলাদেশেরও। যদিও শেষ বেলায় দুই উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশও।

দিন শেষে ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৫৩। কার্ক এডওয়ার্ডস ৭১ ও মারলন স্যামুয়েলস ১৬ রানে অপরাজিত রয়েছেন। এটি এডওয়ার্ডসের প্রথম টেস্ট অর্ধশত। তার ১৬৮ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছয়ের মার রয়েছে। নাইটওয়াচ ম্যান কেমার রোচকে বোল্ড করে বাংলাদেশকে পঞ্চম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। তবে পুরো দিন দারুণ বল করলেও উইকেটের দেখা পাচ্ছিলেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের নাসির হোসেন ২টি এবং রুবেল, সাকিব ও শুভ একটি করে উইকেট নেন।