ব্রিটেনের প্রথম নারী হিসেবে বক্সিংয়ে অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন নিকোলা অ্যাডামস। ফাইওয়েট ইভেন্টের ফাইনালে তিনি চীনা তারকা রেন ক্যানচ্যানকে পরাজিত করেন। এ জয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে ক্যানচ্যানের কাছে হারের মধুর প্রতিশোধও তোলেন স্বাগতিক বক্সার।

নিকোলা ২০১০ ও ২০১২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ক্যানচ্যানের কাছে হেরে যান। তবে শুক্রবার স্বাগতিক দর্শকদের সমর্থনে নিজেকে অন্যরকমভাবেই উপস্থাপন করেন ২৯ বছরের এই বক্সিংকন্যা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত লড়াইয়ে এগিয়ে থেকেই জয় তুরে নেন লিডসের এই বক্সার।

প্রথম রাউন্ডে বৃটিশ কন্যার হাতের কারুকাজে পিছিয়ে পড়েন চীনা তারকা। দ্বিতীয় রাউন্ডে আর কুলিয়ে উঠতে পারেননি ক্যানচ্যান। নিকোলার হাতের জাদুতে ভুমিতে পড়ে যান বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। শেষ দুটি রাউন্ডে আর ঘুরে দাঁড়াতে পারেননি ক্যানচ্যান। তার প্রতিরোধ গুড়িয়ে দিয়ে ১৬-৭ ব্যবধানে স্বর্ণ জেতেন নিকোলা।

জয়ের পর লিডসের এই বক্সিংকন্যা বিবিসি স্পোর্টসকে বলেন,‘এটার মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হলো। আমি খুবই খুশী এবং আনন্দে অভিভূত। যেটা সারা জীবন চেয়েছি সেটা এখন পূরণ হলো। স্বর্ণপদক জিতে লিডসে ফিরে যাওয়াটা হবে স্পেশাল কিছু।’

সেমিফাইনালে ভারতের ম্যারি কোমকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন নিকোলা। এই ইভেন্টে আমেরিকার মার্লেন ইসপার্জার সঙ্গে ব্রোঞ্জপদক জেতেন ম্যারি।