জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হতে যাচ্ছেন সাকলায়েন মুশতাক। আয়ারল্যান্ড সফর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের এক সময়ের সাড়া জাগানো অফস্পিনারকে এই দায়িত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সভাপতি এনায়েত হোসেন সিরাজ বলেন, “সাকলায়েন মুশতাকের সঙ্গে আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আয়ারল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবেন তিনি।” “আমরা তাকে বাংলাদেশেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা বলেছিলাম। তবে হাতে খুব বেশি সময় না থাকায় আয়ারল্যান্ডে যোগ দেবেন তিনি,” আরো জানান সিরাজ। ২০৮টি টেস্ট ও ২৮৮টি ওয়ানডে উইকেটের মালিক সাকলায়েনের হাত ধরেই বিকশিত হয়েছে অফস্পিনারদের ভয়ঙ্কর অস্ত্র ‘দুসরা’। এছাড়া আর্ম বল ব্যবহারেও পারদর্শী ছিলেন তিনি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে দায়িত্ব পালন করা সাকলায়েনের কোনো জাতীয় দলের সঙ্গে এটাই হবে প্রথম কাজ। এর আগে স্বল্প সময়ের জন্য বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন সাকলায়েনের দীর্ঘ দিনের সতীর্থ মুশতাক আহমেদ।