টেনিসে মেয়েদের বিশ্ব ৱ্যাংকিঙের সেরা দশে উঠে এসেছেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। তবে ৱ্যাংকিঙটা এককে নয়, মেয়েদের দ্বৈতে। গতকাল সোমবার ঘোষিত ৱ্যাংকিঙে সানিয়ার অবস্থান দশম। এটা এ টেনিস তারকার ক্যারিয়ার সেরা অর্জন। এর আগে ভারতীয়দের মধ্যে কেবল লিয়েন্ডার পেজ, মহেষ ভূপতি ও রোহান বোপানার বিশ্ব ৱ্যাংকিঙের সেরা দশে ঢোকার কৃতিত্ব রয়েছে।
সানিয়ার আগের অবস্থান ছিলো ১১। উঠে এসেছেন এক ধাপ ওপরে। টেনিসের দ্বৈতে সানিয়ার সঙ্গী এলেনা ভেসনিনার উন্নতিও হয়েছে সমান এক ধাপ। ১২ থেকে ১১ নম্বরে উঠে এসেছেন এ রাশিয়ান খেলোয়াড়।
এককে সানিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স সন্তোষজনক নয়, বলতে গেলে হতাশার। তবে ভেসনিনার সাথে দ্বৈতে দারুণ খেলে যাচ্ছেন সানিয়া। সাম্প্রতিক সময়ে জিতেছেন তিনটি শিরোপা।
জেগে ওঠে দেখুন, আমি বিশ্বের সেরা দশে উঠে এসেছি। সবাইকে ধন্যবাদ। বছরের বছর পর আমাকে সহায়তা দেয়ার জন্য’ টুইটারে লিখেছেন সানিয়া। টুইটারে সানিয়াকে অভিনন্দন জানিয়েছেন মহেষ ভূপতি। লিখেছেন, ‘শীর্ষ দশের ক্লাবে স্বাগতম। এটা অনেক বড় অর্জন। এখন এখানে কিছুদিন থেকো প্লিজ…।’