ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে জাতীয় দলের ১৮ জনের তালিকা বিসিবি ঘোষণা করেছে। ১৮ সদস্যের দল থেকে প্রথম ১৪ জন টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাকি ৪ জন আছেন অতিরিক্ত হিসেবে। তারা ওয়ানডের জন্য বিবেচিত হতে পারেন।

 ১৪ জনের দলে ফিরে এসেছেন অলক কাপালি আর নাঈম ইসলাম। সবাইকে অবাক করে দিয়ে দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ইলিয়াস সানি। আর অতিরিক্ত তালিকায় আছেন টপ অর্ডারের শাহরিয়ার নাফীস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচের জন্য ১৮ সদস্যের ঘোষিত দলে চারজন রয়েছেন অতিরিক্ত তালিকায়। তারা টি-টোয়েন্টি দলে না থাকলেও একদিনের দলে খেলতে পারেন। এরা হলেন, শুভাগত হোম চৌধুরী, শাহাদাৎ হোসেন, শাহরিয়ার নাফীস ও সোহরাওয়ার্দী শুভ। দল সম্পর্কে প্রধান নির্বাচক আকরাম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজের আগে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে দু’টি ওডিআই প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেগুলোতে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে একদিনের সিরিজের আগে ১৪ সদস্যের দল গঠন করা হবে।এরা হলেন, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, অলক কাপালি, নাঈম ইসলাম, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, ইলিয়াস সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও নাজমুল হোসেন।