পাঁচটি দেশের অংশগ্রহণে বুধবার থেকে শুরু হচ্ছে সার্ক ক্যারম চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার ভেন্যু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
স্বাগতিক বাংলাদেশ ছাড়া অন্য চার দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
এই প্রতিযোগিতার ৭টি ইভেন্ট হলো পুরুষ একক, দ্বৈত ও দলগত, মহিলা একক, দ্বৈত ও দলগত এবং মিশ্র দ্বৈত। এর মধ্যে বাংলাদেশ মিশ্র দ্বৈতে শিরোপা-প্রত্যাশী ।
বাংলাদেশ দলের সদস্যরা হলেন হাফিজুর রহমান, আলী রবিন, হেমায়েত উদ্দীন, মোহাম্মদ মনিরুজ্জামান, ফারজানা বানু শিল্পী, ফারজানা আক্তার, আফসানা নাসরিন ও ফারহানা প্রীতি।