বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালন এবং জুমা, আসর, মাগরিব তারাবিহ ও এশার নামাজ আদায় করবেন । তিনি সফরসঙ্গীদের নিয়ে দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ মোনাজাতও করবেন।
এদিকে সৌদি আরবে খালেদা জিয়ার সঙ্গে যোগ দিয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও সন্তানেরা। বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দুবাই হয়ে সৌদি আরবে পৌঁছে খালেদা জিয়ার সফরসঙ্গী হন তারা।
৯ দিনের ব্যক্তিগত সফরে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছান।
তিনি এখন রয়েল কনফারেন্স প্যালেসে অবস্থান করছেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসাবে এখানে অবস্থান করছেন। তার সঙ্গে আছেন তার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী ও তার সন্তানেরা এবং শামিম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা তার সন্তানেরা।
এছাড়াও আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সৌদি আরবের বিশেষ দূত এনামুল হক চৌধুরী ও এপিএস সুরাতুজ্জামান।
তারা সকলেই সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসাবে আছেন বলেও জানান মারুফ কামাল খান।
খালেদা জিয়া বৃহস্পতিবার তায়েফে রাত্রিযাপন শেষে শুক্রবার পবিত্র মক্কা নগরীতে যাবেন। সেখানে তিনি ওমরাহ পালন এবং জুমা, আসর, মাগরিব, তারাবি ও এশা নামাজ আদায় করবেন। দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ মোনাজাতও করবেন খালেদা জিয়া। এ সময় তার সফরসঙ্গীরা সঙ্গে থাকবেন।
তিনি শুক্রবার রাতেই মদিনার রয়েল কনফারেন্স প্যালেসে ফিরে আসবেন। এখানে আল মোনাওরায় মসজিদে নববিতে এতেক্বাফে বসার কথা রয়েছে তার।
আগামী ২৯ রমজান দেশে ফেরার কথা রয়েছে খালেদা জিয়ার।