আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর পর্যন্ত জাতীয় দলের অধিনায়কত্ব থাকবে মুশফিকুর রহিমের কাঁধেই। সহ-অধিনায়কও থাকবেন মাহমুুদুল্লা¬হ রিয়াদ। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত বছরের ২০ সেপ্টেম্বর মুশফিক ও মাহমুদুল্লাহকে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দুটো ঘরোয়া সিরিজের জন্য অধিনায়ক ও সহ-অধিনায়ক করেছিলো বিসিবি। তারপর থেকে তাদের ওপরেই আস্থা রাখছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আসন্ন ত্রিনিদাদ সফর, শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর পর্যন্ত জাতীয় দলের ব্যবস্থাপকের দায়িত্বেও থাকছেন তানজীব আহসান সাদ।
মিডিয়া স্বত্বের জন্য অগাস্টের মাঝামাঝি দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ১১৫ কোটি ৮০ লক্ষ ৪০ হাজার ১২৪ টাকা ব্যয় ধরে ১২১ কোটি ৫৪ লক্ষ ৫৭ হাজার ৩০৮ টাকা রাজস্ব আয়ের বাজেট অনুমোদনও দেয়া হয়েছে।
এছাড়া আগামী রোববার থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্যাম্পে ডাক পাওয়া ১৯ ক্রিকেটারকে রোববার সকাল ৮টা ১৫ মিনিটে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তানজীব আহসান সাদের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
তবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলতে কলম্বো যাওয়ায় মুশফিক, তামিম ইকবাল ও নাসির হোসেন রোববার রিপোর্ট করতে পারবেন না। তাদের জন্য ২৫ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিসিবি।
ক্যাম্পে ডাক পাওয়া ১৯ ক্রিকেটার : মুশফিকুর রহিম, মাহমুদুল্ল¬াহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, জিয়াউর রহমান ও আবুল হাসান।