দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপবাছাইপর্বে চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পক্ষে গোল দুটি করেন অধিনায়ক লিওলেন মেসি ও স্ট্রাইকারগঞ্জালো হিগুয়েন। অতিরিক্ত সময়ে বদলি নেমেফিলিপ আলেজান্দ্রো গুইটারেজ চিলির হয়ে একটিগোল পরিশোধ করেন। স্বাগতিক চিলির মাঠে ২৮ মিনিটে মেসির গোলে এগিয়েযায় সফরকারী আর্জেন্টিনা। সাবেলা নেতৃত্বে আসার পর মেসি ১৪ ম্যাচে এই গোল দিয়ে ১৪টি গোল পেলেন। দুই মিনিট না যেতেই হিগুয়েন ব্যবধান বাড়ান। ডি মারিয়ার দূরের পাস ধরে সুযোগ কাজে লাগান হিগুয়েন। এরপর প্রথমার্ধ ২-০ ব্যবধানেই এগিয়ে শেষ করে মেসিরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে আলেজান্দ্রোসাবেলার শিষ্যরা। তবে গোলমুখ খুলতে পারেননি তারা। এরই মধ্যে গঞ্জালো জারার অবৈধ ট্যাকেলে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠছাড়েন হিগুয়েন। অতিরিক্ত সময় ৯২ মিনিটে ফিলিপ আলেজান্দ্রো গুইটারেজ গোল করতে ব্যবধান কমে ২-১ হয়। এই জয়ে গত ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পেলো আর্জেন্টিনা। ৯ ম্যাচে ২০পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবার শীর্ষে অবস্থান করছে তারা। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইকুয়েডর। আর ১৬পয়েন্ট নিয়ে তৃতীয় কলম্বিয়া। এই অঞ্চলের শীর্ষ চারটি দল সরাসরি ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। শেষ দুই ম্যাচে জয় পাওয়ায় উচ্ছ্বসিত আর্জেন্টিনা অধিনায়ক মেসি। তিনি বলেন, ‘আমরা ছয় পয়েন্ট চেয়েছিলাম, সেটি হওয়ায় নিশ্চিতভাবেই বিশ্বকাপের দিকে আমরা এগিয়ে চলেছি।’ তিনি বলেন, ‘এই অঞ্চল সত্যিই স্পর্শকাতর। যে কারও ছোট্ট ভুল ছিটকে দিতে পারে। আমরা সতর্ক এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছি যাতে এমনটি না হয়।’ দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে বলিভিয়া ৪-১ ব্যবধানে উরুগুয়েকে, প্যারাগুয়ে ১-০ গোলে পেরুকে এবং ভেনিজুয়েলা ১-১ ব্যবধানে ইকুয়েডরের সাথে ড্র করেছে।