ওয়েস্ট ইন্ডিজের সাবেক গ্রেট স্যার গ্যারি সোবার্সের ছয় বলে ছয়টি হাঁকানোর বল বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইংল্যান্ডের ডেইলি এক্সপ্রেস পত্রিকা।

 

১৯৬৮ সালে নটিংহ্যামশায়ার ও গ্ল্যামর্গানের মধ্যকার ক্রিকেট ম্যাচে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব দেখান সোবার্স।

বোলার মালকম নাশের এক ওভারে ছয়টি ছয় হাঁকান ৭৬ বছর বয়সী সাবেক অলরাউন্ডার সোর্বাস। এই বলটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে হানসন্স।

সোর্বার্সের পথ অনুসরণ করে পরে আরও কয়েকজন ক্রিকেটার এই কৃতিত্ব দেখিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের যুবরাজ সিং, রবি শাস্ত্রী ও দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছয় মারেন যুবরাজ। ১৯৮৫ সালে মুম্বাই ও বারোদার মধ্যকার ম্যাচে তিলক রাজের এক ওভারে এই রেকর্ড গড়েন রবি শাস্ত্রী।

এছাড়া একদিনের ক্রিকেটে নেদারল্যান্ডের বিপক্ষে ডান ফন বুঙ্গের এক ওভারে ছয়টি ছয় মারেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হার্সেল গিবস।