চলতি অলিম্পিকে নিজের ১৮তম স্বর্ণ পদক জিতে ক্যারিয়ারের সমাপ্তি টানলেন বিশ্বসেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস। চারটি অলিম্পিকে অংশ নিয়ে এ পর্যন্ত মোট ১৮টি স্বর্ণসহ মোট ২২টি পদক জিতেছেন এই তারকা সাতারু। এবারের আসরে চারটি স্বর্ণ ও দু’টি রৌপ্য জিতেছেন তিনি।
শনিবার ৪x১০০ মিটার মিডলে র‌্যালিতে শেষবারের মতো পুলে নামেন ফেলপস। ম্যাথ গ্রেভারস ও ব্রেন্ডন হানসনের পরে তিন নম্বরে পুলে নেমে ঝড় তুলেন তিনি। শেষবারের মতো স্বর্ণ পদক জিতে পদক তালিকায় দেশকে এগিয়ে দিয়ে যান তিনি। তবে পুলের দেয়াল ছুঁয়েছে র‌্যালি শেষ করেছেন নাথান আড্রিয়ান।
ফেলপসই একমাত্র সাঁতারু হিসেবে দুই ইভেন্টে টানা তিন আসরে অলিম্পিক স্বর্ণ জিতেছেন।
এক আবেগঘন মুহূর্তে ফেলপস বলেন, এ মুহূর্তে কিছু বলা কঠিন। কিন্তু এই ভেবে আমি খুশি যে, উন্থান ও পতনের পরও আমি আমার ক্যারিয়ার যেভাবে শেষ করতে চেয়েছিলাম ঠিক সেভাবেই শেষ করেছি।
তিনি আরো বলেন, আমি যে রেকর্ড করেছি, কেউ তা পারেনি। এবং শেষেও দলগতভাবে স্বর্ণ জিতে ক্যারিয়ারের সমাপ্তি টেনে আমি আনন্দিত। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত এটি।
সূত্র : বিবিসি স্পোর্টস