অদ্ভুতুড়ে সময়, প্রচণ্ড গরম আর বৈরী কন্ডিশনের সঙ্গে লড়াই করে আরব আমিরাতে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়ে খুশি এবং গর্বিত অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। প্রশংসা করেছেন দলের খেলোয়াড়দের পারফরম্যান্স এবং পেশাদারিত্বের। বলেছেন-‘আমাদের দলটা অসাধারণ। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ হারার পর এই জয়টা খুব দরকার ছিল। যেটা আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে ভূমিকা নেবে। সিরিজে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি গর্বিত। শক্তিশালী একটি দলের বিপক্ষে জিতেছি আমরা।’
আরব আমিরাতে প্রচণ্ড গরমের কারণে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ম্যাচগুলো শুরু হয়েছে। শেষ হয়েছে গভীর রাতে। এমন সিরিজে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে চাপে পড়েছিল অজিরা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে চাপ সামলে পাকিস্তানকে হারায় ৩ উইকেটে। ক্লার্ক বলেন-‘এই সিরিজে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। পাকিস্তানের স্পিন আক্রমণ মোকাবেলা করার কৌশল আমাদের বের করতে হয়েছে। তা ছাড়া প্রচণ্ড গরমের বিপক্ষে লড়াই করাটাও আমাদের জন্য সহজ ছিল না। আমি নিজেই কখনও এত গরমে খেলতে অভ্যস্ত নই। সব প্রতিকূলতাকে জয় করেই আমরা সিরিজ জিতেছি।’ অজি অধিনায়ক আরও যোগ করেন-‘জয়ের জন্য একটা সেরা কম্বিনেশন খুব জরুরি। সিরিজে আমরা তা তৈরি করতে পেরেছিলাম। অধিনায়ক হিসেবে আমাকে সবসময় চেষ্টা করতে হয়েছে দলে অভিজ্ঞ এবং তারুণ্যের সমন্বয় ঘটাতে। তার প্রতিফলনই দেখা গেছে সিরিজে। সব মিলিয়ে আমি দারুণ খুশি।’
ওদিকে সুযোগ পেয়েও সিরিজ হারাতে হতাশ পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। বলেছেন-‘আমাদের প্রতিটি বিভাগেই উন্নতি করতে হবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই। বিশেষ করে পেস বোলিং বিভাগে সঠিক কম্বিনেশন গড়াটা জরুরি। যেটা আমরা এ সিরিজে করতে পারিনি।’ একই সঙ্গে পাকিস্তান অধিনায়ক সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন। বলেছেন-‘ভালো শুরু করেও আমরা বড় স্কোর করতে পারিনি। পাওয়ার প্লেতে রানই তুলতে পারিনি।’