৫০ লাখ টাকার অবৈধ অর্থের অভিযোগে উত্তরার ফারজানা জাহান বিথী নামের এক নারীর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা দায়ের করেন।

দুদক ও রমনা থানা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৬ ডিসেম্বর ফারজানা জাহান বিথী দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। দুদকের কাছে তিনি দেখিয়েছেন তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ২৪ লাখ টাকা। অথচ দুদকের অনুসন্ধানে তার ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ বেরিয়ে আসে।

সূত্র জানায়, বিবাদী মেসার্স সানগড় টেক্সটাইল লিমিটেড’র ৫০ লাখ টাকার শেয়ার ক্রয় করেন। দুদককে তিনি জানিয়েছেন, বাকিতে তিনি শেয়ার ক্রয় করেছেন। কিন্তু পরে তিনি বাকি টাকা পরিশোধ করলেও তা কীভাবে পরিশোধ করেছেন তার বৈধ উৎস দেখাতে পারেন নি।