পদ্মাসেতুর অর্থায়নে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রস্তাব দেবে মালয়েশিয়া।

রোববার দুপুরে সচিবালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ কথা জানায়।

প্রায় এক ঘন্টা এই আলোচনা চলে।

আর আলোচনা শেষে মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিন সপ্তাহের মধ্যেই দেশটি থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসবে।  

আর পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে আলোচনা চূড়ান্ত করতে ৪ আগস্ট ঢাকায় আসেন মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন মালয়েশিয়ার ভারত ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত দাতুক সেরি এস সামি ভেলু।

প্রতিনিধি দলটি পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সম্ভাব্য অর্থায়নের বিভিন্ন বিষয় নিয়ে এছাড়াও অর্থমন্ত্রী আবুল ‍মাল আবদুল মুহিতসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে বৈঠক করবে।

পদ্মাসেতু প্রকল্পের বিভিন্ন কারিগরি ও আর্থিক বিষয়েও মালয়েশিয়া তাদের নিজেদের পর্যালোচনা সম্পন্ন করে একটি ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছে। পদ্মাসেতু প্রকল্পে অংশগ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় সকল প্রাথমিক প্রস্তুতি মালয়েশিয়া সম্পন্ন করেছে বলেও উল্লেখ করেছে সূত্রটি। মালয়েশিয় প্রতিনিধি দলের এবারের ঢাকা সফরেই বিষয়টি একটি চূড়ান্ত রূপ নেবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত মাস কয়েক আগে মালয়েশিয় বিশেষ দূত দাতুক সেরি এস সামি ভেলু’র নেতৃত্বে  অপর একটি প্রতিনিধি দল সেতু সংক্রান্ত বিষয়ে ঢাকা সফর করে।

উল্লেখ্য, পদ্মাসেতুতে অর্থায়ন নিয়ে গত এপ্রিলে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এরই ধারাবাহিকতায় ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ বা পিপিপি’র অধীনে পদ্মাসেতু নির্মাণ নিয়ে সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পথে এখন দুই দেশ।

সূত্র জানায়, আন্তর্জাতিক অঙ্গনে এ ধরণের বিশাল নির্মাণযজ্ঞের পূর্ব অভিজ্ঞতা আছে এমন প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কোনো একটি মালয়েশীয় প্রতিষ্ঠান এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাবে।

তবে মালয়েশিয় সরকার কোন প্রতিষ্ঠানকে কাজটি দিতে যাচ্ছে তা জানা যায়নি।