প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৬৬তম অধিবেশনে ভাষণ দেবেন। তিনি সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। বিশ্বের ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে।
বিগত ২০০০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে ‘শান্তি-সংস্কৃতির’ যে প্রস্তাব করেছিলেন, এবারের অধিবেশনে সে প্রস্তাবের প্রতি বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আশা করছেন শেখ হাসিনা। এ ছাড়া প্রধানমন্ত্রীর ভাষণে নারীর ক্ষমতায়ন, সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জন, সমতা,দারিদ্র্য দূরীকরণ, মানবাধিকার উন্নয়ন ও সন্ত্রাস নির্মূলের ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে