সোমবার সকাল পৌনে ৯টায় কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে শেখ হাসিনা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। সোয়া ১০টায় কক্সবাজারে পৌঁছানোর পর তিনি রওনা হবেন রামুর পথে।

 রামুতে হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির এবং বসতবাড়ি পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও অনুদানের চেক বিতরণ করে বেলা ১টায় তিনি কক্সবাজারে ফিরবেন।

দুপুরে কক্সবাজার সার্কিট হাউজে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিকাল ৪টার দিকে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

শেখ হাসিনার সফর উপলক্ষে রামু হাইস্কুল মাঠ ও আশপাশের এলাকা মনোরম সাজে সজ্জিত করা হয়েছে।

রামু চৌমুহনী স্টেশন, চৌমুহনী চত্বর, রামু কেন্দ্রীয় সীমা বিহার সড়কসহ বিভিন্ন রাস্তা সংস্কার করা হয়েছে গত দুই দিনে। রামু হাইস্কুল মাঠে মূল মঞ্চের সামনে অতিথি, বৌদ্ধ ভিক্ষু, ক্ষতিগ্রস্ত পরিবার ও সাংবাদিকদের বসার ব্যবস্থা করা হয়েছে।