কমিশন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে আগামী বৃহস্পতিবার থেকে চার দিনসারা দেশে মুঠোফোনের রিচার্জ বন্ধ রাখার ঘোষণাদিয়েছেন ‘মোবাইল রিচার্জ’ ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এই সম্মেলনে আমিনুল ইসলাম বলেন, ‘আগামী১৮ থেকে ২১ অক্টোবর সারা দেশে কোনো রিচার্জ ব্যবসায়ী মোবাইল ফোনের বিল রিচার্জ করবেন না।’ তিনি জানান, মুঠোফোন অপারেটররা কমিশন বাড়াতে বিভিন্ন সময় চার দফা লিখিতভাবে দাবি জানিয়েছেন। বিষয়টি বিটিআরসির চেয়ারম্যানকেওজানানো হয়েছে। কিন্তু কোনো অপারেটর কোম্পানি এখনো ব্যবসায়ীদের দাবিতে কান দেয়নি। তাই এ কর্মসূচি ঘোষণা করা হচ্ছেবলে জানান তিনি। বর্তমানে ব্যবসায়ীদের প্রতি হাজারে ২৭ টাকা কমিশন দেওয়া হয়। কমিশন বাড়িয়ে ১০০ টাকা করার দাবি জানান ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এক যুগ ধরে কমিশনের হার একই রয়েছে। কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে। আমিনুল ইসলাম বলেন, ‘এ অবস্থায় দাবি আদায়ে কঠোর হওয়া ছাড়া আমাদের কোনো পথখোলা নেই।’ কমিশন বাড়ানো ছাড়াও অ্যাসোসিয়েশনের মাধ্যমে নতুন সিম দেওয়া, পিসিও সিমে ২৪ ঘণ্টা ২৫ পয়সা মিনিট কলরেট ধার্য করা, ভুল নম্বরে রিচার্জ করলে টাকা ফেরতের ব্যবস্থা রাখা, শুধু রিচার্জ ব্যবসার সঙ্গে জড়িতদের রিচার্জের সিম দেওয়া, রিচার্জের সিমে বাধ্যতামূলক জামানত বন্ধ করা, ব্যবসায়ীদের স্বার্থে জাতীয় নীতিমালা করা ও সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়াসহ মোট ১১টি দাবিরয়েছে রিচার্জ ব্যবসায়ীদের। এর আগে এসব দাবিতে ঢাকাসহদেশের জেলা শহরগুলোতে পৃথক সময়ে তিন দিন করে ধর্মঘট পালন করেন রিচার্জব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম বদরুদ্দোজা, সহসভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য শফিকুর রহমান প্রমুখ।