নতুন ৫ জন মন্ত্রী এবং দুই জন প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন।আজ বৃহস্পতিবার বঙ্গভবনে তাঁরা শপথ নেবেন একাধিক সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র জানায়, মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় সংসদের বর্তমান হুইপ ও আওয়ামী লীগের নেতা মুজিবুল হক। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন রাজশাহী আওয়ামী লীগের সাংসদ ওমর ফারুক চৌধুরী ও ঝিনাইদহ আওয়ামী লীগের সাংসদ আবদুল হাই।