যুদ্ধাপরাধে অভিযুক্ত সাবেক সংসদ সদস্য আব্দুল আলীমকে সেফ হোমে নয় নিজ বাসভবনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদে করা আবেদনের উপর শুনানি শেষে রোববার ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর আব্দুল আলীমকে ট্রাইব্যুনালে হাজির করে জামিনের সময় বৃদ্ধির জন্য আবেদন করা হয়। একই দিন তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সরকার পক্ষ থেকে আবেদন করা হয়। গত ২৭ মার্চ জয়পুরহাট থেকে তাকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়।