যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে এই মুহূর্তে ভাঙাচোরা সড়ক মেরামতকেই সরকার প্রাধান্য দিচ্ছে।
আজ শুক্রবার সকালে মিরপুর ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদের আগে দেশের রাস্তাঘাট চলাচল উপযোগী করা এই মুহুর্তে পদ্মা সেতুর চেয়েও গুরুত্বপূর্ণ। এরই মধ্যে রাজধানীর আশপাশের ভাঙাচোরা সড়ক মেরামতের কাজ শেষ হয়েছে। আর সারাদেশে কাজ চলছে বলেও জানান তিনি।
এছাড়া মিরপুর এয়ারপোর্ট ফ্লাইওভার, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এবং কুড়িল ফ্লাইওভারের কাজ দ্রুত এগোচ্ছে। আর এসবের পাশাপাশি এ বছরই সরকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলের কাজ শুরুরও পরিকল্পনা করছে বলে জানান ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, আগামী বছরের শুরুতেই মিরপুর এয়ারপোর্ট ফ্লাইওভার উদ্বোধন করা যাবে। এ ফ্লাইওভারের নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, রাজধানীর যানজট কমাতে মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভারের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। আর মিরপুরের মাটিকাটা থেকে সেনানিবাস হয়ে এয়ারপোর্ট রোড পর্যন্ত ১.৯ কিলোমিটার দৈর্ঘের ফ্লাইওভার ও স্টাফ রোডে বনানী রেলক্রসিং ওভারপাস নির্মাণ প্রকল্পের প্রায় ৫০% কাজ এরই মধ্যে শেষ হয়েছে।