সিলেটের কারাগার পরিদর্শনে গিয়ে কর্তৃপক্ষের বাধায় ঢুকতে না-পেরে ফিরে এসেছেন বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।এই ঘটনার পর ক্ষুব্ধ চেয়ারম্যান মিজানুর রহমান দেশের কারা মহাপরিদর্শকের অপসারণ দাবি করেছেন । এই ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে, যখন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সিলেট শহরের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করার জন্য সেখানে গিয়ে উপস্থিত হন।কারাগারের ভেতর বন্দীরা ঠিক কেমন অবস্থায় আছেন এবং তাদের মানবাধিকার সঠিকভাবে রক্ষা করা হচ্ছে কি না, সেটা সরেজমিনে দেখাই ছিল মি রহমানের এই সফরের উদ্দেশ্য।কিন্তু সিলেটের কারা কর্তৃপক্ষ তাঁকে পরিষ্কার জানিয়ে দেয়, কেন্দ্রীয় কারাগারের ভেতর তাঁকে ঢুকতে দেওয়া যাবে না।বেশ খানিকক্ষণ কেন্দ্রীয় কারাগারের বাইরে অপেক্ষা করার পর মিজানুর রহমান ফিরে আসতে বাধ্য হন।দেশের আইনই আমাকে এ ধরনের পরিদর্শনের অনুমতি দিয়েছে, কাজেই কারাগারে আমাকে ঢুকতে না-দিয়ে কারা কর্তৃপক্ষ আইন ভেঙেছেন।পরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, তাঁকে কারাগারের ভেতর ঢুকতে না-দিয়ে কারা কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করেছেন। মি রহমানের যুক্তি, যে আইন অনুসারে বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়েছিল, সেই আইন অনুযায়ীই সংস্থার চেয়ারম্যান যে-কোনও সময় এরকম যে কোনও স্থানে পরিদর্শনে যেতে পারেন।