কাল থেকে রোজা

bnn24

Bybnn24

জুলা ২১, ২০১২

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে রোজা শুরু হচ্ছে।

দেশের আকাশে প্রথম চুয়াডাঙায় চাঁদ দেখা যায় বলে সেখানকার জেলা প্রশাসক জাতীয় চাঁদ দেখা কমিটিকে নিশ্চিত করেন।

শুক্রবার মাগরিবের নামাজের পর বাইতুল মোকারম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এমপির সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিমন্ত্রী চাঁদ দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ফলে শনিবার থেকে রোজা শুরু হচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে ধর্ম সচিব হাবিবুল আওয়াল, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর সালাউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল, আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক শাহ আলমসহ কমিটির ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন।