বুধবার দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অপহ্নত মো. নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে রমনা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় সাত অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সাত অপহরণকারী হলো, আজমত হোসেন(২৮), আব্দুর রহমান(২৪), মো আশিক (২১), তুষার(২১), হাসান মাহমুদ(২২), আসিফ ইকবাল(২২) ও প্রীতম মজুমদার (২৩)।

গার্মেন্টস ব্যবসায়ী নুরুল ইসলামকে অপহরণ করে তার মোবাইল থেকে তার বন্ধুকে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনা তার বন্ধু থানায় অভিযোগ করেন।

অভিযোগে পেয়ে সাব ইনেসপেক্টর হারুন অর রশীদের নের্তৃত্বে তার বন্ধুকে সঙ্গে নিয়ে পুলিশ কৌশলে অভিযান শুরু করে। একপর্যায় মালিবাগ হোসাপ টাওয়ারের সামনে থেকে সাত অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

থানায় জিজ্ঞাসাবাদ করার পরে রাত ৩টার দিকে খিলগাঁও রেলগেট এলকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে উদ্ধার করা হয়।