গাইবান্ধার পলাশবাড়ীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিনদিন ব্যাপী ফলজ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত মঙ্গলবার সকালে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন।
এর আগে ফলদ বৃক্ষ ও কৃষি মেলা/২০১২ উপলক্ষে “অর্থপুষ্টি স্বাস্থ্য চান-দেশী ফলের গাছ লাগান” শ্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে শহীদ মিনার চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত ওসমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম।
অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ মামুন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আঃ রহমান প্রমুখ বক্তব্য রাখেন। মেলায় বিভিন্ন এনজিও ও নার্সারী মালিকদের পৃথক ১৩টি স্টল স্থান পায়।
আলোচনা শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সৌজন্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।