দুর্ঘটনার পর গাজীপুরে রেললাইন মেরামতের কাজ দুদিনেও শেষ হয়নি। এদিকে মেরামত ও উদ্ধার তৎপরতার জন্য রোববার ভোর ৪টা হতে সকাল ৯টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুট এবং উত্তর-পশ্চিমাঞ্চলে রেল চলাচল বন্ধ ছিল।
শুক্রবার গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় সুন্দরবন এক্সপ্র্রেস লাইনচ্যুত হওয়ার পর দুটি রিলিফ ট্রেন দিয়ে শনিবার রাতে ওই ট্রেনের ইঞ্জিন ও একটি বগি উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০০ ফুট পথ মেরামতের কাজ চলছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
জয়দেবপুর রেল স্টেশন মাস্টার জিয়াউদ্দিন সরদার সাংবাদিকদের জানান, রেল লাইন মেরামত ও দুর্ঘটনা কবলিত ট্রেনের উদ্ধার কাজের জন্য রোববার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছিল।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী নূর আহমদ হোসেন জানান, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে দিনের বেলায় ধীর গতিতে কাজ করতে হচ্ছে। রাতে ট্রেন চলাচলের ফাঁকে বেশি সময় পাওয়া গেলে সোমবার সকালের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।
ধীরাশ্রম এলাকায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস দুর্ঘটনায় একজন নিহত হয় এবং আহত হয় আরো অন্তত ২০ যাত্রী। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল।