রাজধানীর কলাবাগান থানা এলাকার গ্রীনরোডে জিয়াউল (২৮) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার সকালে খবর পেয়ে পুলিশ কলাবাগান এলাকার ৫৯ নম্বরের একটি মেস বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
জিয়াউলকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
এব্যাপারে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে। গতকাল শনিবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হতে পারে। তার শরীরে নির্যাতনের ও গলায় শ্বাসরোধে হত্যার চিহ্ন পাওয়া গেছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।