চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সহকারী লোকোমাস্টার (চালক) কামরুল হুদাকে অপহরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার সকাল ১০টা ৫০ মিনিটে ষোলশহর রেলস্টেশনে এ অপহরণের ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার এসএম ফখরুল আলম বাংলানিউজকে জানান, ১৩৪ নম্বর শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে ষোলশহর স্টেশনে পৌঁছালে ইঞ্জিন ঘোরানোর সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সহকারী লোকোমাস্টার কামরুল হুদাকে অপহরণ করে নিয়ে যায়। এসময় ট্রেনের চাবিও নিয়ে যায় তারা।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।