আলমডাঙ্গার পারলক্ষীপুর গ্রামের টিপু সুলতান হত্যা মামলার পলাতক আসামী ঠা-ুকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ মামলার অপর আসামীদের বেকসুর খালাস প্রদান করেন।

২০০৪ সালের ৯ অগাস্ট রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর গ্রামের শওকত আলীর ছেলে টিপু সুলতানকে গ্রামে ফেরার পথে নিমতলা রাস্তায় গুলি ও জবাই করে হত্যা করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, হত্যাকা-ের পরদিন নিহতের ভাই জিললুর রহমান অজ্ঞাত আসামি উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল আমিন ২০০৭ সালের ৫ আগস্ট ছয়জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

১৬ জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর পারলক্ষীপুর গ্রামের ভলু ম-লের ছেলে ঠা-ুর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদ-াদেশ প্রদান করে আদালত। তিনি পলাতক রয়েছেন।