ঢাকা মহানগরী এলাকার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০ টায় উত্তরা রাজউক মডেল কলেজ মিলনায়তনে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন। নির্বাচন কমিশনারবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন সুপারভাইজার ও ২৫৫ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, ঢাকা মহানগরীর ভোটার তালিকা হালনাগাদের জন্য ৪ হাজার ২ শত ৯ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োজিত থাকবেন। এদের সকলকে ২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে।