জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নসহ ১৬ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে পুরান ঢাকার সিদ্দিক বাজারের একটি হোটেল থেকে প্রশ্নসহ তাঁদের আটক করা হয়।

আজ শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। র‌্যাব-১০-এর কর্মকর্তা ক্যাপ্টেন জুবায়ের সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানাধীন সিদ্দিক বাজার এলাকার শুভেচ্ছা হোটেলে অভিযান চালিয়ে র‌্যাব ওই ১৬ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে হাতে লেখা একটি প্রশ্নপত্রের বেশ কিছু অনুলিপি উদ্ধার করা হয়। এই প্রশ্নপত্রে মোট ১০০টি প্রশ্ন ছিল। র‌্যাব জনতা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

জনতা ব্যাংক সূত্র জানায়, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ (বহু নির্বাচনী প্রশ্ন) ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৭৮ হাজার পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছেন।

র‌্যাব জানায়, পরীক্ষা শেষ হওয়ার পর উদ্ধার করা প্রশ্নপত্র জনতা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন কি না, তা বোঝা যাবে। আটক ব্যক্তিরা এখন র‌্যাবের হেফাজতে আছেন। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিল পাওয়া সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।