চট্টগ্রামে বেশী দামে ট্রেনের টিকেট বিক্রির সময় ১৭টি টিকেটসহ অরুপ দে প্রকাশ বাপ্পি(২৩) নামে এক কলোবাজারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নতুন রেল স্টেশনের ৩ নং কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ফেনী জেলার সোনাগাজি উপজেলার সুলতানপুর গ্রামের অজিতদের ছেলে।
জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, সে সংজ্ঞবদ্ধ কালোবাজারী চক্রের সদস্য। তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের ১৭টি টিকেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, রমযান শুরুর পর থেকে সে কয়েকবার কালোবাজারীতে ট্রেনের টিকেট বিক্রি করেছিল। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।