সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বন্ধ রাখা হয়েছে।
এ ঘটনায় বেলা পৌনে ১২টার দিকে ডিএসই’র সামনে ব্যাপক বিক্ষোভ শুরু  করেন বিনিয়োগকারীরা। ফলে মতিঝিলে উভয় পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিনিয়োগকারীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনী তাদের ঘিরে রেখেছে।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিপুল সংখ্যাক ৠাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক দরপতনের কারণে বন্ধ করা হয় দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন।
ডিএসই’র ওয়েবসাইটে জানানো হয়, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে মঙ্গলবার ডিএসই’র লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।