যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্প বাস্তবায়নে অর্থের কোনো সমস্যা হবে না। গতকাল বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা, মেঘনা-গোমতী সেতু এলাকায় ওজন পরিমাপক যন্ত্র এবং চার লেন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে প্রকল্পের কর্মকর্তাদের উদ্দেশে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমি এলে আপনারা কাজের গতি বাড়ান, চলে গেলে কমিয়ে দেন। কিন্তু আপনারা আমাকে আশ্বস্ত করার পর আমি গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে ওয়াদা করি।’ তিনি আরও বলেন, ‘আমি ওয়াদা ভঙ্গ করতে পারব না। কাজের গতি না বাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য মনিটরিং সেলও গঠন করা হয়েছে।’
যোগাযোগমন্ত্রী জনগণকে আশ্বস্ত করে আরও বলেন, রমজান মাস ও ঈদের সময় এবং বর্ষা মৌসুমে কোনো সড়কই যানবাহন চলাচলের অনুপযোগী রাখা হবে না। তিনি বলেন, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর সংস্কারকাজের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে।